insta logo
Loading ...
×

জয়পুরে অবৈধ বালি পাচার রুখল পুলিশ, আটক বালি বোঝাই ২ ট্রাক্টর

জয়পুরে অবৈধ বালি পাচার রুখল পুলিশ, আটক বালি বোঝাই ২ ট্রাক্টর

নিজস্ব প্রতিনিধি,জয়পুর:

বেআইনি বালিচালান রুখতে লাগাতার অভিযানে নেমেছে জয়পুর থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত—পরপর দুটি পৃথক অভিযানে বালি বোঝাই দু’টি ট্রাক্টর আটক করল পুলিশ। অভিযান ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায়। মিরডি গ্রাম থেকে জল ট্যাঙ্কি মোড়ের দিকে দ্রুতগতিতে আসছিল একটি বালি বোঝাই ট্রাক্টর। পুলিশের টহলদারি দল সেটিকে থামানোর চেষ্টা করলে চালক ট্রাক্টর ফেলে চম্পট দেয়। পরে ট্রাক্টরটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়।

রাত বাড়তেই দ্বিতীয় অভিযানে সাফল্য মেলে। জল ট্যাঙ্কি মোড়ের কাছেই আরও একটি বালি বোঝাই ট্রাক্টর আটক করে পুলিশ। একই কায়দায় এই ক্ষেত্রেও চালক অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

অবৈধ বালিচালানের বিরুদ্ধে কড়া বার্তা দিতে দুটি ঘটনাতেই ট্রাক্টরের চালক ও মালিকদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। তদন্তও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

Post Comment