insta logo
Loading ...
×

রাসের উপহারে আস্ত পুলিশ ক্যাম্প!

রাসের উপহারে আস্ত পুলিশ ক্যাম্প!

বিশ্বজিৎ সিং সর্দার, বেগুনকোদর :

রাস পূর্ণিমার উপহার! আস্ত একটা পুলিশ ক্যাম্প পেল বেগুনকোদর। হলো এলাকাবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান। পথ চলা শুরু হলো বেগুনকোদর পুলিশ ক্যাম্পের। কোটশিলা থানার তত্ত্বাবধানে চলবে এই ক্যাম্প। এলাকায় প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। যে কোন সমস্যা এলে এলাকাবাসীদের ছুটতে হতো কোটশিলা থানায়। এবার অনায়াসেই তারা আসতে পারবে বেগুনকোদর পুলিশ ক্যাম্পে। ‌জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই ক্যাম্পের সূচনা হলো বৃহস্পতিবার। খুশি এলাকার মানুষেরা।
গত বছর স্বয়ং পুলিশ সুপার আশ্বাস দিয়েছিলেন যে এলাকায় একটি পুলিশ ক্যাম্প হবে।এলাকার মানুষদের সুরক্ষা দিতে ও পর্যটকদের কথা ভেবে এই উদ্যোগ নিয়েছিলেন তিনি। কথা রাখলেন পুলিশ সুপার।

তিনি বললেন, এই ক্যাম্পে যে কেউ জেনারেল ডায়েরি ও কেস করতে পারবেন আর তাদের কোটশিলা থানা যেতে হবে না। ঝালদা, কোটশিলা ও আড়শা থানার মধ্যবর্তী পয়েন্ট এই বেগুনকোদর। তাই এখানে পুলিশ ক্যাম্প হওয়ায় সকলেরই অনেকটাই উপকার হবে।

এলাকাবাসী সাবিত্রী বাউরি,রুদ্র কর্মকার প্রমুখ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁরা বলেন, এই পুলিশ ক্যাম্প হওয়ার ফলে তাদের অনেকটাই উপকার হবে। যে-কোনো সময় যে কোন সাহায্যের জন্য তারা এই ক্যাম্পে আসতে পারবেন।
দীর্ঘদিন বেগুনকোদরবাসী অপেক্ষায় ছিল এই পুলিশ ক্যাম্পের। শেষ পর্যন্ত সেই অপেক্ষার অবসান ঘটেছে। রাসপূর্ণিমার পূর্বে বেগুনকোদর পেল নতুন পুলিশ ক্যাম্প। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাতো।

Post Comment