insta logo
Loading ...
×

চোলাই মদের বিরুদ্ধে অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ৫

চোলাই মদের বিরুদ্ধে অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিনিধি, কেন্দা:

বেআইনি মদের বিরুদ্ধে অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচজন গ্রেফতার হলো। পুরুলিয়ার কেন্দা থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে। কেন্দা থানার পুলিশ জানিয়েছে ধৃতরা হলো
লুকুইডি গ্রামের বাসিন্দা স্বপন হাঁসদা, লক্ষ্মীনারায়ণ বেসরা, খান্দুলাল টুডু, লম্বদোর টুডু ও রামপদ সরেন। সোমবার ধৃতদের পুরুলিয়া আদালতে তোলা হলে প্রথম দুজনকে ৩ দিনের পুলিশ হেফাজত হয়। এছাড়া বাকি তিন জনের ১৪ দিনের জেল হেফাজত হয়েছে।
গত ২০ জানুয়ারি পুলিশ গোপন সূত্রে খবর পায় লুকুইডি গ্রামে স্বপন হাঁসদার বাড়িতে বেআইনি চোলাই মদ তৈরি ও বিক্রির কারবার চলছে। এরপরেই কেন্দা থানার পুলিশ ওই গ্রামে পা রাখতেই গ্রামের কিছু বাসিন্দা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখায়। সেইসময় স্বপন হাঁসদার নেতৃত্বে ওই গ্রামের ৫০ জন মহিলা পুলিশের উপর হামলা চালায়
বলে অভিযোগ। মধ্যরাতে অতিরিক্ত পুলিশ সেখানে গিয়ে আটকে পড়া পুলিশ কর্মীদের উদ্ধার করে। এই ঘটনায় সুনির্দিষ্ট মামলা রুজু করে কেন্দা থানার পুলিশ। তবে ওই ঘটনার পর থেকেই গ্রাম ছাড়া অভিযুক্তরা। রবিবার তারা গ্রামে ফিরতেই ওই পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

Post Comment