insta logo
Loading ...
×

এ কেমন বন্ধু! ঘরেই মদ বিক্রি, ধৃত দুই দীনবন্ধু

এ কেমন বন্ধু! ঘরেই মদ বিক্রি, ধৃত দুই দীনবন্ধু

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: বাড়িতে মদ রেখে সম্পূর্ণ বেআইনি ভাবে বিক্রির অভিযোগ দুজনকে গ্রেপ্তার করল পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। ধৃতরা হল পুরুলিয়া মফস্বল থানার নামো পিন্ডরা গ্রামের বাসিন্দা দীনবন্ধু সর্দার এবং দীনবন্ধু মাহাতো। তাদের বাড়ি থেকে প্রচুর দেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দুটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। প্রচুর পরিমানে দেশি মদ উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয় ওই দুই ব্যক্তিকে।

Post Comment