নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : মাল পিয়েঙ্গে, মাঙ্গরি কে ভাটি মে মাল পিয়েঙ্গে। নাগপুরি বিখ্যাত গান আর গাওয়া হল না রসিকজনের। চোলাই সহ দুই কারবারি পুলিশের হাতে গ্রেপ্তার। পুলিশ জানিয়েছে ধৃতরা মফস্বল থানার ডুমুরডি গ্রামের অসিত মাহাতো এবং বান্দোয়ান থানার গুড়ুর গ্রামের ভাদর মাহাতো। বুধবার তাদের জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন তাদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। বান্দোয়ান থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গুড়ুর গ্রামে অভিযান চালায়। পুলিশের দাবি ভাদর তার বাড়িতে বেআইনি চোলাই বিক্রি করছিল। সেখান থেকে থেকে ১২ লিটার চোলাই বাজেয়াপ্ত করে পুলিশ। অন্যদিকে ডুমুরডি মোড়ে একটি লাইন হোটেলে হানা দিয়ে অসিতকে কব্জা করে পুলিশ। উদ্ধার হয় ২০ বোতল দেশি মদ।
Post Comment