নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া: কুরুক্ষেত্রের মহানায়কের নামে নাম রেখেছিলেন বাপ মা। সেই দুর্যোধনের নাম ডোবালো ছাগলচোর। লোকের গোয়াল থেকে গরু-ছাগল চুরি করার অভিযোগে বমাল ধরা পড়ে গেল দুর্যোধন। দুর্যোধন রাজোয়াড়। তার কু কর্মের দুই সঙ্গী সহ। তারাও নামের প্রতি করেনি সুবিচার। একজনের নাম উত্তম, উত্তম ধীবর৷ অন্যজন বিশ্বনাথ, বিশ্বনাথ বাউরি। ধৃতদের সকলের বাড়ি পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানার মহুদা গ্রামে। তবে সম্প্রতি দুর্যোধন ঝাড়খণ্ডের ধানবাদ জেলার চিরকুন্ডা থানার লবসন এলাকায় ঘাঁটি গেড়েছে বলে জানতে পেরেছে পুলিশ। ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়।
মঙ্গলবার ভোরে নিতুড়িয়ার শিউলিবাড়ি গ্রামের বাসিন্দা রাজেন্দ্রনাথ কিস্কু মাঠে নিয়ে যাওয়ার জন্য গরু আনতে যান গোয়াল ঘরে। কিন্তু সেখানে গিয়ে দেখেন উধাও হয়ে গিয়েছে দু-দুটি বলদ। বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোনো হদিশ পাননি। বরং এরই মধ্যে জানতে পারেন একই ভাবে তার জেঠুর গোয়াল থেকেও একটি ছাগল চুরি গেছে।
পুলিশের তৎপরতায় চুরি যাওয়া ছাগল বলদ ফিরে পেয়ে খুশি মালিকেরা।
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment