নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডি : অবৈধ ভাবে বালি পরিবহন করতে গিয়ে পুলিশের হাতে বাজেয়াপ্ত হল ট্রাক্টর। বাজেয়াপ্ত করল পুরুলিয়া জেলার সাঁওতালডি থানার পুলিশ। ওই ট্রাক্টরের চালককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম ব্রহ্মদেব মাহাতো। বাড়ি ঝাড়খণ্ডের বোকারো জেলার চন্দনকিয়ারি থানার টেকুরা গ্রামে। বৃহস্পতিবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।
বুধবার রাতে সাঁওতালডি থানার পুলিশ টহল দেওয়ার সময় বিসিডব্লিউ কলোনির কাছে বালি বোঝাই একটি ট্রাক্টর পারাপার করতে দেখে। ট্রাক্টরটিকে থামিয়ে বালি পরিবহনের নথি দেখতে চায় পুলিশ। কিন্তু চালক উপযুক্ত কোনো নথি পুলিশকে দেখাতে পারেনি। ট্রাক্টর চালককে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে সাঁওতালডি থানার পোড়াডি গ্রামের কাছে নদী থেকে বেআইনি ভাবে বালি উত্তোলন করে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপরেই ৮০ সিএফটি বালি বোঝাই ট্রাক্টরটি আটক করে চালককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত চালক ও ট্রাক্টরের মালিকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
Post Comment