নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
শ্বশুর বাড়িতে এসে বধূকে মারধর করার অভিযোগ। অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করল পুরুলিয়ার ঝালদা থানার পুলিশ। ধৃতের নাম শহীদ রাইন। সে ঝাড়খণ্ড রাজ্যের হাজারীবাগ জেলার গিড্ররি থানা এলাকার বাসিন্দা। ২০২৩ সালে ঝালদার তুলিন এলাকার ওই যুবতীর সঙ্গে শহীদের বিয়ে হয়েছিল। বছরখানেক ঠিকই ছিল সবকিছু। কিন্তু তার কন্যা সন্তান জন্ম নেওয়ার পরই বধূর উপর শুরু হয় অত্যাচার ।
অত্যাচারের জেরে বাপের বাড়িতে পালিয়ে এসেও রক্ষা নেই। বুধবার শ্বশুরবাড়ি চলে আসে জামাই সহ অন্যান্যরা। তাকে নিয়ে যাওয়ার জন্য জোর জবরদস্তি চলে। ওই যুবতী ফিরে যেতে না চাওয়ার তাকে সেখানেই মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ পেয়ে পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। বৃহস্পতিবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
Post Comment