insta logo
Loading ...
×

ফের ঝাড়খণ্ডে আলু পাচার রুখল পুলিশ

ফের ঝাড়খণ্ডে আলু পাচার রুখল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, জয়পুর :

ফের ঝাড়খণ্ডে আলু পাচার রুখল পুলিশ। বৃহস্পতিবার জয়পুর বোকারো সীমান্তে ১৮ নং জাতীয় সড়কের ওপর কাঁঠালটাঁড় এলাকায় আলু ভর্তি একটি লরি বাজেয়াপ্ত করে জয়পুর থানার পুলিশ৷

পুলিশ সূত্রে জানা গেছে লরিটি কোতুলপুর থেকে আলু নিয়ে যাচ্ছিল ঝাড়খণ্ডের রামগড়ে। সীমান্তে নাকা চেকিং পয়েন্টে লরিটি থামায় পুলিশ। ড্রাইভার জানায় তার লরিতে রয়েছে ধানের তুষ। সেই কাগজও সে পুলিশকে দেখায়। লরি খুলে পরীক্ষা করতে গিয়ে পুলিশ দেখে ধানের তুষ নয়, লরি ভর্তি আলু রয়েছে। গ্রেফতার করা হয় চালককে। ধৃতের নাম রামকুমার মাহালি। প্রায় ২৬ মেট্রিক টন আলু ভর্তি ট্রাক বাজেয়াপ্ত করে পুলিশ। শুক্রবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে।

Post Comment