নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া :
সরবড়ির পর ফের বেআইনি মদের কারখানার হদিশ পেলো পুরুলিয়া জেলা পুলিশ। এবার নিতুড়িয়ার গোপালপুর গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ওই নকল বিদেশী মদের কারখানায় হানা দেয় পুলিশ। উদ্ধার হয়েছে ১০০ পেটি নকল মদ ও মদ তৈরির কাঁচা মাল। ৮ জন গ্রেফতার হয়েছে ঘটনায়। তাদের বাড়ি ঝাড়খণ্ড ও বিহারে।
পুলিশ জানিয়েছে এই গ্রামের অদূরে একটি ফাঁকা জায়গায় ইট ভাটার পাশেই অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর নকল মদের কারখানা চলছিল। হাতে নয়, অটোমেটিক মেশিনের সাহায্যে মদ তৈরি থেকে প্যাকেজিং করা হতো। ওই কারখানায় একদিনে কয়েক কোটি টাকার নকল মদ তৈরি সম্ভব বলে তাদের অনুমান। সরবড়ির নকল মদ কারখানার সাথে কি এই কারখানার কোনো যোগ রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ।
বৃহস্পতিবার ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে চার জনের ১৪ দিনের জেল হেফাজত হয়। এবং বাকি চার জনকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
Post Comment