নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :
গৃহস্থের বাড়ির গর্ত খুঁড়ে বন কর্মীরা উদ্ধার করল একটি গোখরো ও একটি দাঁড়াশ সাপ।ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে রঘুনাথপুর রেঞ্জের বুঁদলা গ্রামে। বন দফতর সূত্রে জানা গেছে ওই গ্রামের বাসিন্দা উজ্জ্বল মাঝি তার মাটির বাড়ির একটি গর্তে সাপ দেখতে পান। খবর দেওয়া হয় বন দফতরে। বনকর্মীরা সাথে সাথে সেখানে পৌঁছে গাঁইতি,কোদাল দিয়ে ঘণ্টা খানেকের চেষ্টায় গর্ত খুঁড়ে সাপ দুটি উদ্ধার করে।
এদিনই বিকেলে আড়শা রেঞ্জের কর্মীরা সিরকাবাদ গ্রামে এক ব্যক্তির বাড়ি থেকে একটি বিষধর গোখরো সাপ উদ্ধার করে। দুটি ঘটনাতেই উদ্ধারের পর সাপগুলি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।









Post Comment