নিজস্ব প্রতিনিধি,বরাবাজার:
সামাজিক মাধ্যমে ভাইরাল এক ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া জেলায়। ভিডিওটিতে দেখা গেছে, এক যুবক বিষধর সাপকে নিয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন যা যে কাউকে আতঙ্কিত করতে পারে। ঘটনাটি ঘটেছে কংসাবতী দক্ষিণ বন বিভাগের বরাবাজার রেঞ্জের অন্তর্গত সিন্দরি বিটের বড়দহ গ্রামে।
ভিডিওতে দেখা যায়, বড়দহ গ্রামের বাসিন্দা মৃত্যুঞ্জয় মণ্ডল নামে এক যুবক একটি বিষধর কালাচ বা চিতি সাপকে জড়িয়ে ঘরের মেঝেতে শুয়ে আছেন। মুহূর্তে সাপটি কখনও তাঁর শরীরের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, আবার কখনও গলায় পেঁচিয়ে রয়েছে। প্রাণঘাতী এই দৃশ্য দেখেই নেটদুনিয়ায় ভাইরাল হয় ভিডিওটি।
বন দফতরের নজরে আসতেই শুরু হয় তদন্ত। স্থানীয় সূত্রে খবর নিয়ে বনকর্মীরা শনিবার পৌঁছে যান মৃত্যুঞ্জয়ের বাড়িতে। সেখান থেকে উদ্ধার করা হয় ওই বিষধর সাপটি, পরে সেটিকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে মৃত্যুঞ্জয় জানান, তিনি বহুবার লোকালয়ে ঢুকে পড়া সাপ উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন। তাঁর দাবি, “আমি সাপটিকে একেবারেই উত্ত্যক্ত করিনি। সেই সময় এক স্থানীয় ব্যক্তি ভিডিওটি তুলেছিলেন, পরে সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।”
বন দফতর অবশ্য জানিয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে কোনো সাপ বা বন্য প্রাণীকে ধরে রাখা, তার সঙ্গে কেরামতি করা বা ভিডিও বানানো — সবই দণ্ডনীয় অপরাধ। মৃত্যুঞ্জয়কে এ বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।











Post Comment