insta logo
Loading ...
×

বিএমওএইচের আবাসনে সাক্ষাৎ মা*রণ দূত!

বিএমওএইচের আবাসনে সাক্ষাৎ মা*রণ দূত!

নিজস্ব প্রতিনিধি , পুঞ্চা :

পুঞ্চা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের ব্লক স্বাস্থ্য আধিকারিকের আবাসনের কাছে সজনে গাছ কেটে উদ্ধার করা হল এক বিষধর গোখরো। বুধবার সকালে ঝোপঝাড়ে ঘেরা ওই আবাসনের পাশে সাপটিকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বনদফতরের কর্মীরা সেখানে পৌঁছনোর আগেই সাপটি ঢুকে পড়ে আবাসনের পাশের একটি সজনে গাছের ফাটলে।

বহুযত্নে চেষ্টা করেও সাপটিকে বাইরে আনা সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত গাছ কেটে উদ্ধার করতে হয় তাকে। বনকর্মীরা জানান, সাপটি সুস্থ অবস্থায় রয়েছে। উদ্ধার করার পর সেটিকে নিরাপদ দূরত্বে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

Post Comment