বিগ ব্রেকিং
নিজস্ব প্রতিনিধি, ঝালদা : সত্যি প্রমাণ হল ভাইপো মিঠুন কান্দুর অভিযোগ। ময়না তদন্তের ফলে জানা গেল বিষক্রিয়াতে মৃত্যু হয়েছে ঝালদার কাউন্সিলার পূর্ণিমা কান্দুর।
এরপরই উঠে আসছে আর্থিক লেনদেনের অভিযোগ। ঝালদার কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দুর মৃত্যুতে আততায়ীর হাতে নিহত ঝালদার কংগ্রেস কাউন্সিলার তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু অভিযোগ করেছিলেন কাকিমা পূর্ণিমা কান্দুকে ‘স্লো পয়জন’ করে
খুন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশের হাতে ময়নাতদন্তের রিপোর্ট আসতেই দেখা গেল মৃত্যুর কারণ হিসেবে বিষক্রিয়ার কথা লেখা। সে কথা জানতে পেরে ঝালদার তৃণমূল কাউন্সিলর মিঠুন কান্দু বলেন, ” আমি যা বলেছিলাম সেটাই সত্যি হল। কাকিমার মত সুস্থ, সবল মানুষ আচমকা মারা কেন যাবেন? ‘স্লো পয়জন’ করে তাঁকে খুন করা হয়েছে।”
ময়নাতদন্তের এই রিপোর্ট প্রকাশ্যে এনে দিল কতগুলো স্পষ্ট প্রশ্ন।
১) কংগ্রেস কাউন্সিলর তথা প্রাক্তন উপ- পুরপ্রধান কি আত্মহত্যা করেছেন?
২) নাকি তাঁর খাবারে কেউ বা কারা বিষ মিশিয়ে দিয়েছিল?
৩) মোটিভ বা হত্যার কারণ কী?
৪) আত্মহত্যা হলে তার পিছনেই বা কী কারণ রয়েছে?
৫) বিষক্রিয়ায় মৃত্যু হলে মুখ থেকে ফেনা বার হয় সাধারণত। এক্ষেত্রে কান থেকে রক্ত বার হয়েছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। প্রশ্ন হচ্ছে, কেন?
খুন বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ এলেই তদন্ত শুরু করবে পুলিশ।
দুর্গাপুজোর মহানবমীর রাতে ঝালদা স্টেশন পাড়ায় নিজের বাড়িতেই পূর্ণিমা কান্দুকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। সেই সময় তাঁর ছেলে-মেয়েরা উৎসবের কারণে ঘরের বাইরে ছিলেন। সঙ্গে সঙ্গে তাঁকে ঝালদা ১ নং ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দশমীর দিন দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পূর্ণিমা দেবীর মৃতদেহের ময়না তদন্তে এসে তাঁর স্বামীর ভাইপো মিঠুন কান্দু ‘স্লো পয়জন’ করে খুনের অভিযোগ তোলেন।
এই মৃত্যুর ঘটনায় আর্থিক লেনদেনের বিষয় উঠে আসে। আসে ৭০ লাখ টাকার প্রসঙ্গ! মিঠুন বাবুর অভিযোগ করেন, তাঁর কাকিমার বাড়ির সিসিটিভিও খারাপ হয়ে পড়ে রয়েছে বেশ কিছুদিন ধরে। এই সমস্ত ঘটনায় রহস্য ক্রমেই বাড়ছে। বিজেপি ও কংগ্রেস এই ঘটনায় এক যোগে সিবিআই তদন্ত দাবি করেছে।
২০২২ সালের ১৩ই মার্চ বিকেলে হাঁটতে বার হয়ে ঝালদা শহরের সন্নিকটে গোকুলনগরে আততায়ীর গুলিতে খুন হন তপন কান্দু। হাইকোর্টের নির্দেশে ওই ঘটনার তদন্ত করে সিবিআই। তারা চার্জশিট দাখিল করেছে। মামলা এখন পুরুলিয়া আদালতে বিচারাধীন। পূর্ণিমা দেবীর মৃত্যুর ঘটনাতেও সিবিআই তদন্ত দাবি করেন মিঠুন। তবে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোন যোগ নেই বলে জানিয়েছেন তিনি। ঘটনাকে ঘিরে সরগরম গোটা পুরুলিয়া। ক্রমশই বাড়ছে রহস্য।
দেখুন ভিডিও
Post Comment