insta logo
Loading ...
×

জাতীয় ভোটার দিবসে প্লাটিনাম দ্যুতি

জাতীয় ভোটার দিবসে প্লাটিনাম দ্যুতি

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :

ঠিক ৭৫ বছর আগে। ‌ সময়টা ছিল ১৯৫০ সালের ২৫-শে জানুয়ারি। ‌ এই দিনই গঠিত হয়েছিল ভারতীয় নির্বাচন কমিশন। ‌ তাই এই দিনটিকে ভোটার দিবস হিসাবে পালন করা হয় প্রতিবছর। এবার ৭৫ বছরের গোড়ায় পুরুলিয়ায় জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠান আয়োজন হয়। জেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় পুরুলিয়া জেলাশাসক কার্যালয় চত্বরে। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা নিজেদের বক্তব্যের মধ্য দিয়ে ভোটদানে অংশগ্রহণ করার প্রয়োজনীয়তা নতুন ভোটারদের এবং ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরেন। প্রশাসনিক কর্মকর্তারা ভোটের গুরুত্ব সম্বন্ধে সকলকে অবগত করেন।

জেলা নির্বাচন আধিকারিক তথা অতিরিক্ত জেলাশাসক রাজেশ রাঠোর বলেন, এই বিশেষ দিনে ভোট সচেতনতায় আয়োজন করা হয় বিশেষ একটি নাটকের।
ছেলেবেলা থেকেই ভোটদানে আগ্রহ কম-বেশি সকলেরই থাকে। তাই এই ভোটদানে অংশীদার হতে পেরে খুশি নতুন ভোটাররা। বললেন নতুন ভোটার ফাল্গুনী কালিন্দী।

ভোট মানুষের অধিকার। তাই ভোটের গুরুত্ব বোঝাতে এগিয়ে এসেছে সরকার। ভোটার দিবসের অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী দুখু মাঝি, পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দা, অতিরিক্ত জেলাশাসক ( ভূমি ও ভূমি সংস্কার ) রাজেশ রাঠোর সহ অন্যান্যরা।

Post Comment