insta logo
Loading ...
×

বাঘমুন্ডিতে পাইপ ফেটে বিপত্তি, ২ দিন ধরে দুর্ভোগ

বাঘমুন্ডিতে পাইপ ফেটে বিপত্তি, ২ দিন ধরে দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি: জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পানীয় জলের পাইপ ফেটে দুর্ভোগে পড়েছেন বাঘমুন্ডির মানুষজন। বাঘমুন্ডি সেতুর পাশে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পানীয় জলের পাইপ ফেটে দু’দিন ধরে জল বার হয়ে যাচ্ছে। এলাকার মানুষজন যথাস্থানে বিষয়টি জানানোর পরেও দপ্তরের কোন হুশ নেই বলে অভিযোগ। ওই রাস্তাতে গর্তও হয়ে গিয়েছে। এলাকার মানুষজন চাইছেন, গর্ত বুজিয়ে পাইপের সমস্যা মেটাতে। ওই দপ্তর জানিয়েছে, কর্তৃপক্ষের সঙ্গে তাদের কথা হয়েছে। শীঘ্রই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Post Comment