insta logo
Loading ...
×

মহিলাদের সুরক্ষায় পুরুলিয়ায় পুলিশ পিঙ্ক মোবাইল

মহিলাদের সুরক্ষায় পুরুলিয়ায় পুলিশ পিঙ্ক মোবাইল

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া:

মহিলাদের সুরক্ষায় দেবীপক্ষে আরও এক পদক্ষেপ পুরুলিয়া জেলা পুলিশের। মঙ্গলবার মহাপঞ্চমীর দুপুরে
পুলিশ পিঙ্ক মোবাইলের সূচনা করলো। এই মোবাইল ভ্যান সমগ্র জেলা জুড়ে টহল দেবে। তবে যে এলাকায় মহিলাদের যাতায়াত বেশি মূলত সেই এলাকাতেই টহল দেবে এই পুলিশ পিঙ্ক মোবাইল ভ্যান। জেলার ৪ টি মহকুমা পুরুলিয়া সদর, রঘুনাথপুর, মানবাজার ও ঝালদায় ১ টি করে ৪ টি পিঙ্ক মোবাইল থাকবে। আপাতত ২ টি মোবাইল এদিন থেকেই কাজ শুরু করে দেয়। এই ২ টি মোবাইলই ৪ টি মহকুমা এলাকায় ঘুরবে। মূলত পুজোর ভিড়ের কথা মাথায় রেখেই পুরুলিয়া জেলা পুলিশের এই উদ্যোগ। পুজোর ভিড়ে মহিলারা ইভটিজিং বা হেনস্থার শিকার হলে চটজলদি ব্যবস্থা নেবে এই বাহিনী। এই মোবাইল ভ্যানে ১জন মহিলা আধিকারিক ও ৪ জন লেডি কনস্টেবল থাকবেন। পুরুলিয়া জেলা পুলিশের এই প্রকল্পের সূচনা পর্বে এদিন জেলার ৪ জায়গার পুজো গাইড ম্যাপ প্রকাশ করে পুলিশ। এবার ওই গাইড ম্যাপ একেবারে ডিজিটাল। অর্থাৎ কিউআর কোড স্ক্যান করে ওই গাইড ম্যাপ পাওয়া যাবে। সেই সঙ্গে শিশুদের সুরক্ষায় একটি ব্যাজ চালু করা হয়েছে। পুজোর ভিড়ে কোন শিশু হারিয়ে গেলে যাতে দ্রুত সন্ধান পাওয়া যায় সেই কারণেই এই ব্যাজ। এছাড়া সমগ্র জেলা জুড়ে পুলিশ সহায়তা কেন্দ্র থাকছে। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ” মহিলাদের সুরক্ষার কথা ভেবে পুলিশ পিঙ্ক মোবাইল আমরা চালু করলাম। জেলার প্রত্যেকটি মহকুমায় ১ টি করে মোট ৪ টি এই পিঙ্ক মোবাইল ভ্যান থাকবে। এছাড়া এদিন জেলার ৪ টি এলাকার পুজো গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে। কিউআর কোড স্ক্যান করলে গাইড ম্যাপ পাওয়া যাবে। সেই সঙ্গে প্রতিমা দর্শনের ক্ষেত্রে শিশুদের আমরা ব্যাজ দিচ্ছি। পুজোর ভিড়ে তারা হারিয়ে গেলে তাদের সন্ধান যাতে সহজে মেলে। সেই সঙ্গে পুলিশ সহায়তা কেন্দ্র তো থাকবেই।”

পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পিঙ্ক মোবাইল ভ্যান মূলত মহিলাদের সুরক্ষার বিষয়টি দেখবে। যে এলাকায় মহিলাদের ভিড় বেশি অর্থাৎ মহিলা কলেজ, বিশ্ববিদ্যালয়, শপিংমল, ক্যাফে, কাপড় গলি এইসব এলাকাতেই বেশি করে টহল দেবে ওই পিঙ্ক মোবাইল। এছাড়া মহিলাদের নিয়ে বাহিনী উইনার্স টিম যেমন রয়েছে তারা তাদের কাজ করে যাবেন। পিঙ্ক মোবাইল ভ্যানটি গোলাপি রঙে সাজিয়ে তোলা হয়েছে। যা সহজেই চোখ টানছে। গাইড ম্যাপটি পুরুলিয়া সদর, নিতুড়িয়া, আদ্রা ও ঝালদা এলাকাকে নিয়ে তৈরি করেছে পুরুলিয়া জেলা পুলিশ। ওই ম্যাপে সংশ্লিষ্ট এলাকার যান চলাচল নিয়ন্ত্রণ, নো এন্ট্রি, মন্ডপের অবস্থান এবং সচেতনতার বার্তা রয়েছে। পুরুলিয়া শহরে মোট ১২ টি পুলিশ সহায়তা কেন্দ্র থাকছে। সেগুলি হলো পোস্ট অফিস মোড়, অলঙ্গিডাঙা মোড়, জেলিয়াপাড়া দুর্গা মন্দির, নডিহা জিমনাস্টিক ক্লাব, ধবঘাটা মোড়, হাটতলা মোড়, গাড়িখানা দর্জি পাড়া ক্রসিং, রথতলা মোড়, হুচুক পাড়া, তেলকল পাড়া, ডাকবাংলো ও রাঘবপুর মোড়। এছাড়া জেলার একটি গুরুত্বপূর্ণ এলাকায় এই সহায়তা কেন্দ্র থাকবে বলে পুরুলিয়া জেলা পুলিশ জানিয়েছে।

Post Comment