অমরেশ দত্ত, পুঞ্চা:
মহাশিবরাত্রিতে জমজমাট টুশ্যামার বাবা আদিনাথের মন্দিরে পুণ্যার্থীর ঢল। পুরুলিয়া জেলার পুঞ্চার এই শিব তীর্থ বুধবার শিবরাত্রি তিথিতে হয়ে উঠেছিল এক অনন্য রূপে উদ্ভাসিত। হিন্দুশাস্ত্রমতে শিবরাত্রির আলাদা মাহাত্ম্য রয়েছে। মহাশিবরাত্রির দিনটি শিব ভক্তদের কাছে একটি বিশেষ দিন বলে মনে করা হয়। শিব ভক্তরা সারা বছর ধরে এই দিনটির অপেক্ষা করে থাকেন। প্রতি বছর দূর দূরান্ত থেকে অসংখ্য পুণ্যার্থীরা আসেন শিবের মাথায় জল ঢালতে। মহাশিবরাত্রি উপলক্ষে বুধবার অসংখ্য দর্শনার্থীর সমাগম দেখা গেল পুঞ্চা থানার টুশ্যামা গ্রামে। কয়েক হাজার ভক্ত ও ব্রতীরা এদিন পুজো দেন টুশ্যামার বাবা আদিনাথের মন্দিরে।
Post Comment