দেবিলাল মাহাতো,আড়শা:
মহাকুম্ভ-এ গিয়ে ফের পথ দুর্ঘটনার মুখোমুখি পুরুলিয়ার তীর্থযাত্রীরা। কুম্ভমেলা থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লো তীর্থযাত্রী বোঝাই পুরুলিয়ার একটি বাস।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার আড়শা ব্লকের ফস্কো গ্রাম থেকে প্রায় ৫০ জন পুণ্যার্থী নিয়ে গত মঙ্গলবার রওনা হয় উত্তরপ্রদেশের প্রয়াগরাজের উদ্যেশ্যে। তারপর কুম্ভ স্নান সেরে বৃহস্পতিবার কাশির পথে বাসটি রওনা হয়। কাশি যাওয়ার পথে শুক্রবার ভোর তিনটা নাগাদ বাসটি ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ওই দুর্ঘটনায় বাসে থাকা দু’জন যাত্রী আহত হয়েছে বলে জানা গিয়েছে।











Post Comment