দেবীলাল মাহাত, আড়শা:
অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে বাড়ি ফিরল
কুম্ভমেলা থেকে আসা দুর্ঘটনার কবলে পড়া পুরুলিয়ার তীর্থযাত্রীরা। শনিবার পুণ্যার্থীদের নিয়ে বাসটি পুরুলিয়া শহর হয়ে আড়শা ব্লকের ফস্কো গ্রামে পৌঁছায় সকাল সাড়ে আটটা নাগাদ। শুক্রবার ভোর সাড়ে ৩ টার সময় বাসটি বেনারসের কাছে জৌনপুর হাইওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে। ফলে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহত হয় বাসের দু’জন তীর্থযাত্রী। তাদেরকে নিকটবর্তী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। তারপর পুরুলিয়া জেলা প্রশাসনের হস্তক্ষেপে অন্য একটি বাসে করে তাদেরকে ফেরানোর ব্যবস্থা করা হয়। বাসে থাকা এই তীর্থযাত্রী প্রভাস মাঝি জানান, “জেলা প্রশাসনকে অনেক ধন্যবাদ। প্রশাসনের হস্তক্ষেপে আমরা বাড়ি ফিরতে পেরেছি।” আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি জানান, “রাজ্য সরকারের বিপর্যয় ব্যবস্থাপনা দফতরের তহবিল থেকে বাসটির ভাড়া ৮০ হাজার টাকা মিটিয়ে দেওয়া হবে।” এদিন ওই তীর্থযাত্রীদের সঙ্গে দেখা করেনতৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি উজ্জ্বল কুমার।
Post Comment