নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবতীকে ধর্ষণ করার অভিযোগ। এমনই অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বছর ৪০ এর ওই যুবতীর সঙ্গে প্রেম সম্পর্ক গড়ে উঠে প্রতিবেশী এক যুবকের। ওই যুবক ছিলো বিবাহিত। তবুও দিয়েছিল বিয়ের প্রতিশ্রুতি। কয়েক বছর ধরে শারীরিক সম্পর্ক ছিল। সম্প্রতি বিয়ের কথা উঠলে অস্বীকার করে প্রেমিক। এই মর্মে সোমবার নির্যাতিতা পুরুলিয়ার পুঞ্চা থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।
Post Comment