insta logo
Loading ...
×

চীনের বন্দুক, ভারতের গুলি সহ হুড়া থেকে ধৃত পেট্রোল পাম্প মালিক

চীনের বন্দুক, ভারতের গুলি সহ হুড়া থেকে ধৃত পেট্রোল পাম্প মালিক

নিজস্ব প্রতিনিধি, হুড়া:

চায়না-মেড পিস্তল ও গুলি-সহ এক পেট্রোল পাম্পের মালিককে গ্রেফতার করল হুড়া থানার পুলিশ। ধৃত আতাহার হুসেন ওরফে চানা, বাড়ি হুড়া থানার হিজুলি গ্রামে। রবিবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

শনিবার বিকেলে হুড়া থানায় খবর আসে, মোটরবাইকে হিজুলি দিক থেকে দলদলির দিকে যাচ্ছে এক সন্দেহভাজন যুবক। খবর পেয়েই হিজুলি মোড়ে নাকা তল্লাশি শুরু করে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই বাইক-সহ পৌঁছানো মাত্র ওই যুবককে ঘিরে ফেলে পুলিশ। তল্লাশিতে উদ্ধার হয় অত্যাধুনিক একটি পিস্তল এবং ম্যাগাজিন-সহ ৯টি কার্তুজ। থানায় জিজ্ঞাসাবাদের পর ধৃতকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রের খবর, পিস্তলের গায়ে ‘মেড ইন চায়না’ লেখা থাকায় আগ্নেয়াস্ত্রটি চায়না-মেড বলেই প্রাথমিক অনুমান তদন্তকারীদের। উদ্ধার কার্তুজগুলি ৯ এমএমের ভারতীয় বলে জানা গিয়েছে।

পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, “ধৃত অতীতে একাধিক অপরাধে জড়িত। অনুমান, অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ফের নতুন কোনও অসৎ পরিকল্পনা ছিল তার। আদালত তাকে ৩ দিনের পুলিশ হেফাজতের পাঠিয়েছেন। জিজ্ঞাসাবাদ চলছে।”

স্থানীয় সূত্রে খবর, আগে নানা অসংগত কাজে জড়িত থাকলেও সম্প্রতি লালপুর–পুঞ্চা সড়কের ধারে লালপুরের কাছে একটি পেট্রোল পাম্প লিজ নিয়ে ব্যবসা করছিল আতাহার। চায়না-মেড পিস্তল তার কাছে এল কোথা থেকে, এবং কোন উদ্দেশ্যে—তা খতিয়ে দেখছে পুলিশ।

Post Comment