insta logo
Loading ...
×

গায়ে পেট্রোল ঢেলে আগুন, প্রকাশ্য রাস্তায় আত্মদাহ

গায়ে পেট্রোল ঢেলে আগুন, প্রকাশ্য রাস্তায় আত্মদাহ

নিজস্ব প্রতিনিধি, আদ্রা: একেবারে ভর সন্ধ্যাবেলা প্রকাশ্য রাস্তায় নিজের শরীর পেট্রোলে ভিজিয়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। শ্বাসরুদ্ধকর ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় পুরুলিয়ার আদ্রা থানার রগুড়ি গ্রামে। রাত পর্যন্ত নিহত ব্যাক্তির নাম পরিচয় জানতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যায় রগুড়ি গ্রামের যে পেট্রোল পাম্প আছে, তার সামনে রাস্তার উপরে এক ব্যক্তি নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে নেয়। হঠাৎ করে এমন ঘটনায় প্রথমে হতচকিত হয়ে যান স্থানীয় জনতা।মুহূর্তে দাউদাউ করে জ্বলতে থাকে ওই ব্যক্তির শরীর। তৎক্ষণাৎ আদ্রা থানার পুলিশকে ঘটনার কথা জানানো হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। তবে ততক্ষণে আর কিছুই করার ছিল না। পুড়ে গেছে ব্যক্তির পুরো শরীর। তাকে সেখান থেকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সরকারি ভাবে চিকিৎসক জানিয়ে দেন ওই ব্যক্তি মৃত। মৃতের পরিচয় জানতে শুরু হয়েছে খোঁজ।

Post Comment