insta logo
Loading ...
×

জনগণের টাকা, জনগণের সমস্যা, জনগণের সমাধান, নজির সিন্দ্রির

জনগণের টাকা, জনগণের সমস্যা, জনগণের সমাধান, নজির সিন্দ্রির

সঞ্জয় চৌধুরী, বরাবাজার : শুধু সরকারি অনুদানের ওপর ভরসা নয়। গ্রামের উন্নতিতে সরাসরি গ্রামবাসীদের অবদান। একেবারে নগদ নারায়ণ। জনগণের টাকাতেই জনগণের সমস্যা সমাধানের নজির গড়ছে বরাবাজার ব্লকের সিন্দ্রি গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত এলাকার যতগুলো বাড়ি রয়েছে তাদের জায়গা অনুযায়ী আদায় করা হচ্ছে কর। বাৎসরিক হিসেবে খুব কম তার মাপ। কিন্তু এই টাকাতেই দূর হচ্ছে গ্রামের সমস্যা। পুরুলিয়া জেলার বুকে এভাবেই বরাবাজার ব্লকের সিন্দ্রি গ্রাম পঞ্চায়েতে জনগণের টাকায় জনগণের সমাধানের চিত্র দেখা গেল। গ্রাম পঞ্চায়েত প্রধান বিশ্বজিৎ মাহাতোর কাছ থেকে জানা যায়, এলাকায় প্রত্যেক বাড়িতে তার জায়গা অনুযায়ী একটি কর আদায় করা হয় সেপ্টেম্বর মাসে। জনগণের কাছ থেকে শুধু সেপ্টেম্বর মাসেই ১ লাখ ২৬ হাজার টাকা সংগৃহীত হয়। যার মধ্যে কাজ করার অনুমতি দেওয়া হয় ১ লাখ ৭৮ হাজার ৬১৬ টাকার। কিছু টাকা দিয়েছে পঞ্চায়েতও। জিলিং আইসিডিএস , কুদলুং আই সি ডি এস ভগ্ন অবস্থায় পড়েছিল। তা মেরামত করতে দেওয়া হয়েছে। বিশকুদরা মোড়ের রাস্তা মেরামত চলছে। সিন্দ্রি হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে৷ এলাকার বিভিন্ন গ্রাম্য রাস্তা থেকে শুরু করে কালভার্ট মেরামত করা হচ্ছে এই টাকায়। জনগণের কাছ থেকে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে ঠিক করা হচ্ছে এই টাকায় কোন কাজগুলো করা হবে।
সরকারি অনুদানের ভরসায় বসে না থেকে পঞ্চায়েতের নিজস্ব আয়ের রাস্তা তৈরির পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।

দেখুন ভিডিও

Post Comment