অমরেশ দত্ত, মানবাজার:
তিন দিন ধরে সাড়ম্বরে মানবাজারের পেদ্দা গ্রামে
রাস পালিত হয়। শুক্রবার রাসযাত্রার প্রথম দিনই ভিড় উপচে পড়ে। শনিবারও ছিল একই ছবি। এই উৎসব প্রায় ৫০০ বছর প্রাচীন।
মূলত সনাতন ধর্মালম্বীদের একটি বাৎসরিক উৎসব হল রাসযাত্রা। ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনই রাস। পুরাণে ‘শারদ রাস’ ও ‘বসন্ত রাস’-র উল্লেখ পাওয়া যায়। আবার মনে করা হয় ‘রস’ থেকেই এসেছে ‘রাস’। শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। বাংলায় যুগ যুগ ধরে শ্রীচৈতন্যদেবের রাস উৎসব পালনের কথা শোনা যায়। মূলত বৃন্দাবন, মথুরা, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের মূলত নদিয়া, কোচবিহারের বিভিন্ন জায়গায় জাঁকজমকপূর্ণ ভাবে রাস উৎসব পালিত হয়।সেই একই ছবি দেখা গেল পুরুলিয়ার মানবাজারের পেদ্দা গ্রামে। রাসের জন্য মেলাও বসে ওই গ্রামে।
Post Comment