insta logo
Loading ...
×

বুনো ময়ূর উদ্ধার বলরামপুরে

বুনো ময়ূর উদ্ধার বলরামপুরে

বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর:

একটি পূর্ণবয়স্ক বন্য ময়ূর উদ্ধার করল বলরামপুর বনদপ্তর। রবিবার সকালে বলরামপুর থানার চুটকিডি বানজারা বস্তির বেশ কয়েকজন যুবক একটি পূর্ণবয়স্ক ময়ূর দেখতে পান। তাঁরাই বলরামপুর বনদপ্তরে খবর দেন। আসেন বলরামপুর রেঞ্জ আধিকারিক সৈকত মন্ডল সহ বনদপ্তরের কর্মীরা। ময়ূরটি উদ্ধার করে নিয়ে আসা হয় বলরামপুর বনদপ্তরে। প্রাথমিক চিকিৎসার পর ময়ূরটিকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন বলরামপুর রেঞ্জ আধিকারিক সৈকত মন্ডল। তিনি বলেন, “বনদপ্তরের তরফ থেকে বন্যপ্রাণ রক্ষার জন্য বিভিন্ন ধরনের প্রচারমূলক কর্মসূচি চালানো হচ্ছে। এর ফল আজ আমরা পেয়েছি। এই প্রচারের কারণেই আজ বানজারা বস্তির যুবকদের কাছ থেকে ময়ূরের খবর পেলাম। এভাবেই সকলে বন্যপ্রাণ বাঁচানোর জন্য এগিয়ে আসুক, এটাই কাম্য।

Post Comment