insta logo
Loading ...

পুরুলিয়া শহরে গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার ময়ুরী

পুরুলিয়া শহরে গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার ময়ুরী

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :

জঙ্গলের ময়ূরী গৃহস্থের বাড়িতে। গৃহকর্তা ওই ময়ুরীটিকে তুলে দেন বন দফতরের হাতে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের দুলমী – নডিহা এলাকার ভুঁইয়া পাড়ায়। জানা গিয়েছে , এদিন বিকেলে ওই এলাকার বাসিন্দা মনোজ কুমার রায়ের বাড়িতে ঢুকে পড়ে একটি পূর্ণ বয়স্ক ময়ূরী। তিনি ময়ুরিটিকে দেখতে পেয়ে তাকে আটকে রাখেন। এরপর তিনি খবর দেন বন দফতরে। খবর পাওয়ার পর কংসাবতী দক্ষিণ বন বিভাগের পুরুলিয়া – পাড়া রেঞ্জের কর্মীরা ওই ব্যক্তির বাড়ি থেকে ময়ূরীটিকে উদ্ধার করেন। আপাতত ময়ুরীটি বন দফতরের নজরদারিতে রয়েছে বলে জানা গিয়েছে।

Post Comment