নিজস্ব প্রতিনিধি, আড়শা:
পাকা রাস্তার কাজের সূচনা হল আড়শায়। বুধবার আড়শা ব্লকের গোয়ালিকোচা গ্রামে প্রায় ২০ লক্ষ টাকা বরাদ্দে পাকা রাস্তা নির্মাণের কাজের সূচনা করেন আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি ও তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার। জানা গিয়েছে বিসিডব্লিউ দপ্তরের বরাদ্দকৃত অর্থে রাস্তাটি পাকা করা হবে।
এদিন উজ্জ্বল কুমার বলেন, “রাজ্য সরকার এখন মূল রাস্তার সঙ্গে গ্রামের সংযোগকারী রাস্তা পাকা করার উপর জোর দিয়েছে।”
আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি বলেন,”শুধু এই মাসেই ব্লক এলাকায় প্রায় ৫০ কোটি টাকার কাজের বাস্তবায়ন হচ্ছে। পাশাপাশি পঞ্চায়েত ও সমিতির তরফেও নানা প্রকল্প চলছে।”











Post Comment