insta logo
Loading ...

অমৃত ভারতে লেটের গরল, কী বললেন ডিআরএম ?

অমৃত ভারতে লেটের গরল, কী বললেন ডিআরএম ?

বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর :

স্টেশন হয়েছে অমৃত ভারত। আর ট্রেন বিলম্বের গরলে ভোগান্তির সম্মুখীন রেল যাত্রীরা। কখন ট্রেন আসাবে, সময় জিজ্ঞেস করলে এড়িয়ে যান স্টেশন রেল কর্তৃপক্ষ!
ট্রেন নির্ধারিত সময়ে না চলার কারণে ভোগান্তির মুখে নিত্যযাত্রী সহ সমস্ত রেল যাত্রীরা। বরাভূম রেল স্টেশন ঘিরে যাত্রীদের ক্ষোভের মাঝেই আদ্রার ডি আর এম পরিদর্শন করলেন বরাভূম রেল স্টেশন।

অমৃত ভারত স্টেশন আওতায় পুরুলিয়া জেলার বেশ কয়েকটি স্টেশন। তাই জোর কদমে চলছে রেল স্টেশন ঝাঁ চক চকে করার কাজ। বৃহস্পতিবার বরাভূম সহ আদ্রা ডিভিশনের একাধিক রেল স্টেশন পরিদর্শনে আসেন দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত কুমার নারুলা।

পুরুলিয়ার পর্যটনের প্রাণকেন্দ্র অযোধ্যা। ট্রেন থেকে নেমে অযোধ্যা যাওয়ার জন্য পুরুলিয়া জংশনের পর যদি কোন স্টেশনের নাম এসে থাকে, সেটি হল আদ্রা ডিভিশনের পুরুলিয়া চান্ডিল রেল পথের বরাভূম রেলওয়ে স্টেশন। এই বরাভূম স্টেশনও অমৃত ভারত স্টেশনের আওতায়।
বৃহস্পতিবার ডি আর এম- এর ইন্সপেকশন কার আসার পূর্বে বরাভূম রেলওয়ে স্টেশনে আসানসোল-টাটা ট্রেন ধরতে আসা যাত্রীদের বেশ সমস্যার সম্মুখীন হতে লক্ষ্য করা যায়। তাদের অভিযোগ এক ঘণ্টার বেশি স্টেশনে এসে বসে রইলেও ট্রেন এখনো আসেনি। রেল কর্তৃপক্ষের কাছে ট্রেন আসার সময় জানতে গেলে তারা এড়িয়ে যান। এনকোয়ারির সঠিক ব্যবস্থা না থাকার কারণেও ভোগান্তির সম্মুখীন হতে হয় তাদের।

বরাভূম স্টেশনে অমৃত ভারত স্টেশনের কাজ খতিয়ে দেখেন ডিআরএম সুমিত কুমার নারুলা। কথা বলেন বরাভূম স্টেশন কর্তৃপক্ষ সহ বরাভূম অমৃত ভারত স্টেশন নির্মাণকারী ভারপ্রাপ্ত ঠিকাদার সংস্থার সাথেও।
তিনি বলেন, “আজ আদ্রা-চান্ডিল শাখার রেলস্টেশনগুলির সাধারণ পরিদর্শন চলছে। এরমধ্যে অমৃত ভারত স্টেশনের আওতায় আসা স্টেশনগুলির বিশেষভাবে পরিদর্শন করা হচ্ছে।”
রেল বিলম্বে যাত্রীদের ভোগান্তির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “রেল ব্যবস্থার উন্নয়নের কাজ চলছে দেশ জুড়ে। শুধু আদ্রা ডিভিশন নয়, দেশজুড়ে ট্রেন বিলম্বের ঘটনা ঘটছে। রেলওয়ে ট্র‍্যাক মেরামতি কার্যের জন্য বিভিন্ন জায়গায় রেলপথ বন্ধ থাকার কারণে ট্রেনগুলি বিলম্বে চলছে। বরাভূম স্টেশনে ইনকোয়ারি সঠিক ব্যবস্থা না থাকার কারণে ভোগান্তির কথা শুনলাম। এই বিষয়টি নিয়েও ভাবা হচ্ছে।” একটি সুখবর দিয়ে ডিআরএম বলেন, “বলরামপুরের দীর্ঘদিনের দাবি রাঙ্গাডি রেলওয়ে ক্রশিং বা বরাভূম রেলগেটের আন্ডার পাসের কাজ আগামী আগস্ট মাস নাগাদ শুরু হবে।”

Post Comment