নিজস্ব প্রতিনিধি,জয়পুর :
হঠাৎই হাঁচি এসে গিয়েছিল বাস চালকের। আর কে না জানে চোখ খোলা অবস্থায় হাঁচা যায় না। ফলে যা হওয়ার তাই হলো। নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে গেল ধান খেতে। খেতে অবশ্য ধান ছিল না। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার পুরুলিয়া -রাঁচি রাস্তায় ১৪ মাইলের কাছে। ৬ জন জখম হয়েছেন দুর্ঘটনায়। তাদের ভর্তি করা হয়েছে সদর হাসপাতালে। কারওর আঘাতই অবশ্য ভাগ্যক্রমে গুরুতর নয়।











Post Comment