insta logo
Loading ...

নির্যাতনে পুড়ে মরল পার্বতী,গ্রেফতার পশুপতি

নির্যাতনে পুড়ে মরল পার্বতী,গ্রেফতার পশুপতি

নিজস্ব প্রতিনিধি, কোটশিলা :

আর সহ্য হল না শ্বশুর বাড়ির নির্যাতন। গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী বধূ। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই মৃতার স্বামী গ্রেফতার। ধৃতের নাম পশুপতি সিং মুড়া। তার বাড়ি কোটশিলা থানার বড় হংকল গ্রামে।
মঙ্গলবার বড়হংকল গ্রাম থেকে অগ্নিদগ্ধ অবস্থায় পার্বতী সিং মুড়া (২৯)কে উদ্ধার করা হয়। সেখান থেকে তাকে কোটশিলা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও আর কিছুই করার ছিল না চিকিৎসকদের। মৃতার দাদা ঝাড়খণ্ডের রাঁচি জেলার বাসিন্দা পরান মুন্ডা কোটশিলা থানায় অভিযোগ দায়ের জানিয়েছেন ২০১৩ সালে তার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মৃতার স্বামী সহ শ্বশুর বাড়ির অন্যান্যরা তার বোনের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। নির্যাতন অসহ্য হওয়াতেই বোন আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ পরানের। পুলিশ জানিয়েছে মঙ্গলবার রাতে অভিযোগ দায়ের করার পরেই মৃতার স্বামীকে গ্রেফতার করা হয়। বাকিদের খোঁজ শুরু হয়েছে। বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।

Post Comment