insta logo
Loading ...
×

গাড়ির ধাক্কা বাবা মা ছেলেকে

গাড়ির ধাক্কা বাবা মা ছেলেকে

অমরেশ দত্ত, পুঞ্চা: মোটর বাইককে মুখোমুখি ধাক্কা দিল চারচাকা। আহত বাবা মা ছেলে। পুরুলিয়ার পুঞ্চা থানার ধাদকি মোড়ে বুধবার সন্ধ্যায় ঘটেছে ঘটনাটি। মোটরবাইকে ছেলে ও স্ত্রীকে চাপিয়ে হুড়া থানা এলাকায় নিজের গ্রামে ফিরছিলেন এক ব্যক্তি। ওই সময় বাঁকুড়ার দিকে যাওয়া একটি চার চাকা গাড়ি ওই বাইকটিকে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়েন বাইকে থাকা তিন আরোহী। পুলিশ তিনজনকে উদ্ধার করে প্রথমে পুঞ্চা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে তাদের রেফার করা হয়েছে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। পুলিশ জানিয়েছে দুর্ঘটনাগ্রস্ত বাইক ও চার চাকার গাড়ি আটক করা হয়েছে।

Post Comment