insta logo
Loading ...
×

স্কুলে আতঙ্ক, সাঁওতালডিতে দ্রুত রক পাইথন উদ্ধার করল বন দফতর

স্কুলে আতঙ্ক, সাঁওতালডিতে দ্রুত রক পাইথন উদ্ধার করল বন দফতর

নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডিহি :

পুরুলিয়ার সাঁওতালডিহি থানার দেউলি হাইস্কুলে শুক্রবার দুপুরে হঠাৎ দেখা মেলে একটি বিরল প্রজাতির রক পাইথনের। স্কুল চত্বরে সাপটিকে দেখতে পেয়ে শিক্ষক–কর্মচারীরা দ্রুত সাঁওতালডিহি থানায় খবর দেন।
পুলিশ ও বন দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৭ ফুট লম্বা ও ১০ কেজি ওজনের বিশালাকার পাইথনটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করেন।

Post Comment