অমরেশ দত্ত, মানবাজার:
“পরিছন্নতার পরিচয় যত্রতত্র আবর্জনা নয়। সুস্থ পরিবেশ গড়ে উঠুক প্রকৃতির হাত ধরে”। এই লক্ষ্যকে সামনে রেখে মানবাজার এলাকায় সলিড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ পরিবেশকে আবর্জনা মুক্ত রাখতে মানবাজার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শুক্রবার এলাকার ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত হল বিশেষ সভা। মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সদস্য সুদীপ চৌধুরী বলেন, “বর্জ্য সংগ্রহ করে মানবাজার শহর এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার লক্ষ্যে মানবাজার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পকে আরো ভালো ভাবে চালানোর লক্ষ্যেই এলাকার ব্যবসায়ীদের নিয়ে শনিবার একটি বিশেষ সভা আয়োজিত হল।” পাশাপাশি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলার উদ্দেশ্যে প্রত্যেককে এগিয়ে আসার বার্তা দেন তিনি।











Post Comment