নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
পর্যটন মানচিত্রে পুরুলিয়াকে আরও উজ্জ্বল করে তুলতে রঘুনাথপুর ২ নম্বর ব্লকের নীলডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাবড়া পাহাড়ে শুরু হতে চলেছে দ্বিতীয় বর্ষের পাবড়া পাহাড় পর্যটন উৎসব ও সুভাষ মিলন মেলা। সেই উপলক্ষ্যে রবিবার পড়ন্ত বিকেলে পাবড়া পাহাড়ের পাদদেশে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক।
আগামী ২৩শে জানুয়ারি বিকেলে এই ঐতিহ্যবাহী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে। বৈঠকে মেলার সার্বিক ব্যবস্থাপনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উল্লেখযোগ্য বিষয় হল, গত বছর থেকেই রঘুনাথপুর–২ পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং স্থানীয় বাসিন্দাদের সক্রিয় সহযোগিতায়, শাসকদলের সমন্বিত প্রচেষ্টায় এই পর্যটন উৎসবের সূচনা হয়।
আয়োজকদের আশা, এবছর আরও বড় পরিসরে ও নতুন আকর্ষণে এই উৎসব অনুষ্ঠিত হবে, যা একদিকে যেমন পাবড়া পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যকে পর্যটকদের সামনে তুলে ধরবে, তেমনই অন্যদিকে এলাকার আর্থসামাজিক উন্নয়নে নতুন দিশা দেখাবে।







Post Comment