insta logo
Loading ...
×

পরীক্ষার্থীদের পাশে সংস্থা

পরীক্ষার্থীদের পাশে সংস্থা

অমরেশ দত্ত, পুঞ্চা:

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল এএন চ্যারিটেবল ট্রাস্ট। ট্রাস্টের পক্ষ থেকে বৃহস্পতিবার পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লকের লৌলাড়া রাধাচরণ অ্যাকাডেমিতে আগত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে জলের বোতল তুলে দেওয়া হল। পাশাপাশি এদিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। বিদ্যালয়ের পর্যবেক্ষক, পুলিশ, অভিভাবক সহ প্রত্যেকের হাতে জলের বোতল তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন এএন চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য কমিটির সদস্য মনসারাম সরেন, মঙ্গল হেমব্রম, সেক ইউনুস, চৈতালি মুখার্জী, জেলা কমিটির সদস্য জ্যোতির্ময় ব্যানার্জী, জয়দেব সর্দার, ব্লক কমিটির সদস্য প্রশান্ত হাঁসদা, বালিকা কিস্কু সহ অন্যান্য সদস্য বৃন্দ ও বিশিষ্টজনেরা। এদিন জলের বোতল পেয়ে খুশি পরীক্ষার্থীরা। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন। লৌলাড়া রাধাচরণ একাডেমির সহ-শিক্ষক অম্লান কুমার রায় বলেন, এই বসন্তে প্রচন্ড গরম পড়ে গেছে,এর মধ্যে এএন চ্যারিটেবল ট্রাস্ট পরীক্ষার্থীদের জন্য জলের বোতল বিতরণ করল এজন্য ধন্যবাদ জানাই। এটি একটি ব্যতিক্রমী উদাহরণ বলে জানান তিনি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরুর দিন থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লকে এই ট্রাস্টের জল বিতরণ কর্মসূচি চলছে।

Post Comment