নিজস্ব প্রতিনিধি, ঝালদা :
বিরোধী শিবিরে বড়সড় ভাঙন।বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান। বাঘমুণ্ডি বিধানসভায় শক্তিবৃদ্ধি শাসকদলের। বাঘমুণ্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতোর নেতৃত্বে দলবদলের নতুন নজির। ঝালদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জয়প্রকাশ মাহাতো জানান, শনিবার বাঘমুণ্ডি বিধানসভার ঝালদা ১ নং ব্লকের পুস্তি গ্রাম পঞ্চায়েতের বিরোধী শিবির থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিরোধী নেতারা। তৃণমূল কংগ্রেসের দখলে থাকা পুস্তি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা তথা কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য রানাপ্রতাপ সিং, বিজেপির বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রের যুব মোর্চার কনভেনার শ্যামাকান্ত অধিকারী সহ পুস্তি গ্রাম পঞ্চায়েতের হেঁশলা বুথের গ্রাম পঞ্চায়েত আসনে লড়াই করা কংগ্রেস প্রার্থী সহ বিজেপি, কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লকের কর্মী সমর্থকদের প্রায় চল্লিশটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। অযোধ্যা পাহাড়ের কোলে বাঘমুন্ডির একটি অতিথিশালা প্রাঙ্গণে তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত।পুস্তি অঞ্চলেই পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর বাড়ি। শনিবার উপস্থিত ছিলেন ঝালদা ১নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শক্তিপদ মাহাতো , পুস্তি অঞ্চল সভাপতি অতুল চন্দ্র মাহাতো , তৃণমূল নেতা মহাবীর মাহাতো সহ দলীয় পদাধিকারীরা। এই যোগদান বিধানসভা ভোটের আগে এলাকায় কর্মীদের আরো উজ্জীবিত করবে বলে মনে করছেন রাজনৈতিক মহল।
অন্যদিকে বিষয়টি নিয়ে বিজেপির বাঘমুন্ডি ব্লক কনভেনার রাকেশ মাহাতোর দাবি বিজেপি যুব মোর্চার প্রাক্তন কনভেনার শ্যামাকান্ত অধিকারী গত এক বছর থেকে দলের সাথে দূরুত্ব রেখেছিলেন। তাঁর দলবদলে বিজেপির কোনো ক্ষতি হবে না। বরং ভালোই হলো।
বাঘমুন্ডি বিধানসভার কংগ্রেসের যুব সভাপতি শ্রীকান্ত লোহারের দাবি, যারা যে আশায় কংগ্রেস ছেড়ে যাচ্ছেন সে আশা পূর্ণ হবে না। কারণ এর পূর্বে যারা কংগ্রেস ছেড়ে তৃণমূলে গেছেন অন্তত তাদের অবস্থাটা একবার ভেবে নিতে পারতেন। এই যোগদান ভাঁওতাবাজির যোগদান।
বিধায়ক সুশান্ত মাহাতো বলেন, এই যোগদানে আমাদের দল এলাকায় আরও শক্তিশালী হলো।
খোদ সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর বুথ থেকে যে বিজেপি নেতা তৃণমূলে যোগদান করলেন সেই শামাকান্ত অধিকারীর দাবি, ” মহিলাদের সশক্তিকরণে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে উন্নয়ন হয়ে চলেছে, তাতে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে এলাম।”
Post Comment