নিজস্ব প্রতিনিধি,বলরামপুর: বে-আইনি শব্দ বাজির বিরুদ্ধে পুরুলিয়া জেলা পুলিশের অভিযান চলছেই। শব্দ দূষণ রুখতে রাজ্যের উদ্যোগে গ্রীন বাজি বাজারের উদ্বোধন করা হয়েছে। যা প্রত্যেকটি ব্লক এলাকায় আছে। তবুও বে-আইনি বাজির কারবার চলছে বলে অভিযোগ। তবে পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিচ্ছে। বলরামপুর থানার পুলিশ অভিযান চালিয়ে ৬ কেজি বে-আইনি বাজি বাজেয়াপ্ত করে।দুজনকে আটক করে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বলরামপুরের বাস স্ট্যান্ড ও সরাইপাড়া এলাকার একটি দোকান থেকে ওই বাজি বাজেয়াপ্ত হয়। ওই দুই দোকান মালিকের বিরুদ্ধে বিধি অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
Post Comment