নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : মুহূর্তের অসতর্কতা। আর তাতেই হলো সর্বনাশ। ব্যাংক থেকে নেমে মোটরবাইকের ডিকিতে নগদ এক লক্ষ টাকা রাখেন এক ব্যক্তি। সঙ্গে ছিল চেক বই সহ বেশ কিছু নথিপত্র। মোটরবাইক দাঁড় করানো ছিল ব্যাংকের কাছে। তক্কে তক্কে ছিল দুস্কৃতিরা। যেই তিনি ব্যাংকে ফের উঠেছেন একটা নম্বর নিতে সেই বাইকের ডিকি খুলে এক লাখ টাকা ও নথিপত্র নিয়ে চম্পট দিল তারা। শনিবার দুপুরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া মফস্বল থানার চাষ মোড় এলাকায়। পরে এই মর্মে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিদের বিরুদ্ধে পুরুলিয়া মফস্বল থানায় একটি অভিযোগ দায়ের করেন জয়পুর থানার আঘরপুর গ্রামের বাসিন্দা শশাঙ্ক মাহাতো। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Post Comment