insta logo
Loading ...
×

একটি মাত্র টিউবওয়েল ‘সম্পদ’, মারণ ডায়রিয়া বরাবাজারের গ্রামে

একটি মাত্র টিউবওয়েল ‘সম্পদ’, মারণ ডায়রিয়া বরাবাজারের গ্রামে

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার : মারণ রূপ নিয়েছে ডায়রিয়া। বরাবাজার ব্লকের উলদা গ্ৰামে পুজোর আগে থেকেই ডায়রিয়া মারাত্মক ভাবে ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীদের দাবি এখনও পর্যন্ত মারা গেছে তিনজন।যদিও স্বাস্থ্য দপ্তর বলছে সংখ্যাটা ১। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও মেডিকেল টিমের সঙ্গে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করে তাদের খোঁজ খবর নিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত। আজ বৃহস্পতিবার এই পরিদর্শনে সঙ্গে ছিলেন জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ কর্মাধ্যক্ষ সুমিতা সিংহ মল্ল ও নারী ও শিশু উন্নয়ন কর্মাধ্যক্ষ শিবানী মাহাতো। ছিলেন পুরুলিয়া মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অশোক বিশ্বাস, বরাবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি, বরবাজার ব্লকের বিডিও, বরাবাজার ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা।

পুরুলিয়া মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অশোক বিশ্বাস স্পষ্টতই এলাকার পানীয় জলের উৎস নিয়ে ক্ষুব্ধ। “যে পুকুরের জলে বাসন ধোওয়া হচ্ছে, তাতেই সংক্রমণ বাসা বেঁধেছে। একটি টিউবওয়েলের জলেও ছড়িয়েছে সংক্রমণ। চলতি মাসের ৭ তারিখ থেকে লাগাতার এলাকায় রয়েছেন স্বাস্থ্যকর্মীরা। পুজোও তারা দেখেননি, পুজো দেনওনি। পুজোর পর পুরুলিয়ায় ডায়রিয়া প্রতিবছর হয়। এই যে পুজোতে গিয়ে আঢাকা মাছি বসা সব খাবার খাওয়া, তার ফল পাওয়া যাবে না?” জল নিয়ে স্পষ্টতই উষ্মা প্রকাশ করেছেন সিএমওএইচ। গ্রামে এখন প্রতিদিন জন স্বাস্থ্য কারিগরি দপ্তর টাঙ্কিতে করে জল সরবরাহ করছে। গ্রামবাসীদের অভিযোগ, তা নিতান্ত অপ্রতুল। একটি মাত্র সুস্থ টিউবওয়েল আর এই সরবরাহ করা জল নিয়ে ডায়রিয়ার সাথে লড়ছে উলদা। বিদ্রুপ করে সিএমওএইচ বলেই ফেললেন, ” জল তো পুরুলিয়ার সম্পদ।”

Post Comment