insta logo
Loading ...

সাঁওতালডিহিতে মোবাইল যন্ত্রাংশ চুরির অভিযোগেগ্রেফতার ১

সাঁওতালডিহিতে মোবাইল যন্ত্রাংশ চুরির অভিযোগেগ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডি: মোবাইল টাওয়ারের যন্ত্রাংশ চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। পুরুলিয়ার সাঁওতালডিহি থানার এই ঘটনায় ধৃতের নাম সেখ শান্তি। তার বাড়ি পাড়া থানার সাঁকড়া খ গ্রামে। মঙ্গলবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তার ৫ দিনের পুলিশ হেফাজত হয়। ধৃতকে টানা জেরা করে চুরি যাওয়া যন্ত্রাংশের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। গত ২৭ জুন বেসরকারি একটি মোবাইল কোম্পানির এক কর্মচারী সাঁওতালডি থানায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি চুরির অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগ, নবগ্রাম এবং বগড়া গ্রামে থাকা দুটি মোবাইল টাওয়ার থেকে দুষ্কৃতীরা বিভিন্ন প্রকার যন্ত্রাংশ চুরি করে। এই অভিযোগের ভিত্তিতে ওই থানার পুলিশ একটি মামলা রুজু করে তদন্তে নামে।

Post Comment