নিজস্ব প্রতিনিধি, আড়শা :
অযোধ্যা পাহাড় থেকে নামছিল বাইকটি৷ নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ধাক্কা মারে একটি বিদ্যুতের খুঁটিকে। দুর্ঘটনাটি ঘটেছে আড়শা থানার ভোন্দা মোড়ের কাছে। বাইকে ছিল তিন আরোহী। ফলে মোটরসাইকেল আরোহীরা আহত হন। আহতদের সকলকে সিরকাবাদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন।
Post Comment