insta logo
Loading ...
×

কেন কমছে শিশুদের ওজন ?

কেন কমছে শিশুদের ওজন ?

অমরেশ দত্ত, মানবাজার:

শিশু পুষ্টি বিষয়ক এক দিবসীয় প্রশিক্ষণ শিবির আয়োজিত হলো মানবাজার ১ নং ব্লকে। ব্লকের আনন্দধারা সভাগৃহে মঙ্গলবার অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে আয়োজিত হলো শিবিরটি। আইসিডিএস সুপারভাইজার হেনা মিশ্র বলেন, শিশু পুষ্টি বিষয়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হল। পর্যবেক্ষণে দেখা গেছে, ছয় মাসের নিচে শিশুদের ওজন কমে আসছে। তাই শিশুর পুষ্টি এবং মায়েদের সঠিকভাবে সচেতন করার লক্ষ্যে এই প্রশিক্ষণ শিবির। আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা যৌথভাবে কর্মসূচিতে নেমেছেন। পাশাপাশি তারা হোম ভিজিট করছেন। হঠাৎ করে একটি শিশুর ওজন কেন কমে আসছে, মূলত এই বিষয়ে বাড়ি বাড়ি গিয়ে মায়েদের সচেতন করা হবে বলে জানান তিনি।

Post Comment