নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া :
উৎসবের মরশুমে লাগামহীন গতিতে একের পর এক দুর্ঘটনা জেলাজুড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়লেন এক যুবক। কাশিপুর – ঝাঁপড়া রাস্তায় রুদড়া গ্রামের কাছে মঙ্গলবার ঘটেছে দুর্ঘটনাটি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে কল্লোলি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গেছে আহত যুবকের নাম প্রসেনজিৎ মাহাতো। তার বাড়ি কাশিপুর থানার তিলাবনি গ্রামে।
অন্য দুর্ঘটনাটি ঘটেছে রঘুনাথপুর থানার জয়চণ্ডি পাহাড় এলাকায়। একটি চারচাকা গাড়ি তিন মহিলাকে ধাক্কা মারে। তাদের তিন জনকেই তৎক্ষনাৎ রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে এক মহিলার। তাঁর নাম জ্যোৎস্না বাউরি। বাড়ি রঘুনাথপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডে। অন্য দুজনের চিকিৎসা চলছে৷ ঘাতক গাড়িটি আটক করেছে পুলিশ।
অন্যদিকে হুড়া থানার লক্ষ্মণপুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক ধাক্কা মারল এক পথচারীকে। বাইকের আরোহী ও পথচারী সামান্য আঘাত পেলেও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বাইক চালক। পুলিশ তাঁকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেছে।
Post Comment