insta logo
Loading ...

জেলা জুড়ে একের পর এক দুর্ঘটনা!

জেলা জুড়ে একের পর এক দুর্ঘটনা!

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

বাইকের ধাক্কায় জখম পথচারী। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে সাঁওতালডি থানার সিং বস্তি মোড়ের কাছে। পুলিশ সূত্রে জানা গেছে মোড়ের কাছে দাঁড়িয়ে ছিলেন সিং বস্তির বাসিন্দা ৫৪ বছরের প্রৌঢ় শ্রীমন্ত গঁরাই। তখন তাকে ধাক্কা মারে একটি বাইক। সাঁওতালডি হাসপাতালে ভর্তি করা হয়। বাইকটি আটক করেছে পুলিশ।

এদিনই টামনা থানার পুনুড়া মোড়ে একটি তরমুজ বোঝাই গাড়ি ধাক্কা মারে একটি মোটরসাইকেলকে। মোটরসাইকেলের আরোহীকে পুলিশ চাকালতোড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। তরমুজ বোঝাই গাড়িটি টামনা থানা আটক করেছে।

বৃহস্পতিবার পুরুলিয়া শহরের তেলকলপাড়া শ্মশান রোডে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন মহিলার অবস্থা আশঙ্কাজনক।

Post Comment