insta logo
Loading ...
×

মহানবমীর রাতে নাকা, দুর্ঘটনা রুখতে অভিযান পুলিশের

মহানবমীর রাতে নাকা, দুর্ঘটনা রুখতে অভিযান পুলিশের

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: পুজোর রাতে নাকা তল্লাশি। বেপরোয়া গাড়ি চলাচল রুখতেই শুক্রবার রাতে পুরুলিয়া জেলা পুলিশের নির্দেশে পুরুলিয়া মফস্বল থানা ও ট্রাফিক পুলিশ যৌথভাবে নাকা শুরু করেছে মফস্বল থানার লাগদার চার সড়কের কাছে। ধানবাদ- জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কের ওপর রীতিমত ব্রেথ এনালাইজার দিয়ে এই তল্লাশি চলছে। যাতে মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে কোনরকম দুর্ঘটনা না ঘটে। এই নাকা তল্লাশিতে যাতে ওই জাতীয় সড়কে কোনো রকম যানজট না হয় সেই দিক মাথায় রেখেই এই নাকা চলছে বলে পুরুলিয়া জেলা পুলিশের তরফে জানানো হয়েছে।সাধারণভাবে আজ মহাঅষ্টমী হলেও তিথিতে মহানবমী। ফলে স্বাভাবিকভাবেই শহর পুরুলিয়া ও লাগোয়া মফস্বলের
রাস্তায় মন্ডপ দেখার ব্যাপক ভিড়। মূলত গ্রামীণ এলাকার ভিড় সবচেয়ে বেশি। এই ভিড়ে যাতে দুর্ঘটনাকে কেন্দ্র করে কোন অঘটন না ঘটে সেজন্যই আচমকা নাকা। বেপরোয়া গাড়ি চলাচল রুখতে পুরুলিয়া জেলা পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে। উৎসবের সময় এই অভিযান আরও বাড়ানো হয়েছে। পঞ্চমীর রাতে পুরুলিয়া শহরের অলঙ্গীডাঙ্গা মোড় এলাকায় এই অভিযানে একাধিক জনকে গ্রেফতার করেছিল পুলিশ।

Post Comment