insta logo
Loading ...

আইটিআই থেকে টাটা পাওয়ার!

আইটিআই থেকে টাটা পাওয়ার!

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া:

সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে গিয়ে খ্যাতনামা বেসরকারি শিল্প প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিচ্ছে ছাত্র- ছাত্রীরা। আর সমস্ত ব্যবস্থা হচ্ছে সরকারি আইটিআই কলেজের ব্যবস্থাপনায়। পোশাকি নাম ‘অন জব ট্রেনিং’।

যত দিন যাচ্ছে বর্তমান প্রজন্ম টেকনোলজি বা প্রযুক্তিবিদ্যার দিকে এগোচ্ছে তেমনি পড়াশোনার দিক থেকেও ছাত্র-ছাত্রী দের টেকনিক্যাল বা প্রযুক্তিগত শিক্ষার দিকে ঝোঁক বেড়ে চলেছে। বর্তমানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর সাধারণ বিভাগ ছেড়ে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউট (আইটিআই) বা পলিটেকনিক কলেজের মত শিক্ষা প্রতিষ্ঠানে আসছে পড়ুয়ারা।

পাশে দাঁড়িয়েছে সরকারও। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রযুক্তিগত কলেজগুলির সংখ্যা বেড়েছে। পুরুলিয়াতেও আইটিআই এবং পলিটেকনিক কলেজের সংখ্যা বেড়ে গিয়েছে। রঘুনাথপুর আইটিআই কলেজের পর আরও একাধিক জায়গায় নতুন আইটিআই কলেজের প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। যার মধ্যে পুরুলিয়া ১ নম্বর ব্লকের সরকারি আইটিআই কলেজ অন্যতম। এই আইটিআই কলেজে প্রশিক্ষণ গ্রহণকারী ছাত্র-ছাত্রীরা যাতে পড়াশোনা করে বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার বিশেষ দক্ষতা অর্জন করতে পারে তার জন্য ব্যবস্থা করা হয়েছে ‘অন জব ট্রেনিং’ এর। জানা গিয়েছে কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আগামী দিনে বেসরকারি প্রতিষ্ঠানে দক্ষতার সাথে কাজ করার অভিজ্ঞতা অর্জনের জন্যই এই অন জব ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে।

পুরুলিয়া ১ গভর্নমেন্ট আই টি আই কলেজের অধ্যাপক সৈকত মজুমদার বলেন, “পলিটেকনিক কলেজের কারিকুলামের অন্যতম অংশ হল ভোকেশনাল বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। আইটিআই কলেজগুলিতে আগে এই ধরনের কোন ট্রেনিং ছিল না। কিন্তু বিগত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের আইটিআই কলেজগুলিতে শুরু হয়েছে অন জব ট্রেনিং। আমাদের আইটিআই কলেজের তরফ থেকে এই প্রথমবার টাটা পাওয়ারের মত খ্যাতনামা বেসরকারি প্রতিষ্ঠানে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। “

Post Comment