insta logo
Loading ...
×

বৃদ্ধার দেহ উদ্ধার, চাঞ্চল্য

বৃদ্ধার দেহ উদ্ধার, চাঞ্চল্য

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া:

এক বৃদ্ধার দেহ উদ্ধার। চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার বিকেলে টামনা থানার সোনাইজুড়ি গ্রামের লোকেরা গ্রাম থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি বৃদ্ধাকে রাস্তার ধারে জ্ঞানহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে যায় টামনা থানার পুলিশ। সেখান থেকে সংজ্ঞাহীন অবস্থায় বৃদ্ধাকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই মহিলার কাছ থেকে কিছু কাগজপত্র পাওয়া যায়। সাথে পাওয়া যায় আধার কার্ডও। আধার কার্ড থেকে জানা যায় মহিলার পরিচয় ও বাড়ির ঠিকানা। মহিলাটির নাম অনি বাউরি (৬৫)। বাড়ি টামনা থানার চাকোলতোড় এলাকায়। খবর দেওয়া হয় তাদের বাড়িতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার ওই বৃদ্ধা বাড়িতে না জানিয়ে বেরিয়ে পড়েন। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়।

Post Comment