insta logo
Loading ...
×

ছেলে-বৌমার হাত থেকে প্রাণে বাঁচতে জঙ্গলে আত্মগোপন বৃদ্ধ দম্পতির , ধৃত ছেলে

ছেলে-বৌমার হাত থেকে প্রাণে বাঁচতে জঙ্গলে আত্মগোপন বৃদ্ধ দম্পতির , ধৃত ছেলে

নিজস্ব প্রতিনিধি ,বরাবাজার : ছেলে বৌমার হাত থেকে প্রাণে বাঁচতে বৃদ্ধ বাবা-মায়ের আশ্রয় জঙ্গল। শুনতে অবাক লাগলেও এমনই ঘটনায় রীতিমতো আলোড়ন তুলে দিয়েছে জঙ্গলমহলে। ঘটনাটি পুরুলিয়ার বরাবাজারের পাথরঘাটা গ্রামের। পাথরঘাটা গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী দিলীপ কুমার চট্টোপাধ্যায়ের অভিযোগ, তার ছেলে-বৌমা প্রায়শই তাদের গায়ে হাত তুলতো। মাঝেমধ্যে তাদের প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে। অভিযোগ , গত শুক্রবার রাতে অভিযুক্ত ছেলে ও বৌমা সহ প্রায় ৯ থেকে ১০ জন গ্রামবাসী তাদেরকে আটক করে মারধর করে। সেখান থেকে বৃদ্ধ দম্পতি পালিয়ে জঙ্গলে আত্মগোপন করেন। তাদের আশঙ্কা, ছেলে ও বৌমা যেকোনো সময় তাদের মেরে ফেলতে পারে।

ছেলে ও বৌমার বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেছে বৃদ্ধ। তারই পরিপ্রেক্ষিতে একটি সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শনিবার রাতেই সোমনাথ চট্টোপাধ্যায় গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Post Comment