নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
পরের বছর থেকে সেমেস্টার পদ্ধতি। পুরনো সিলেবাসে শেষবার হচ্ছে উচ্চমাধ্যমিক। আর এবারেই পুরুলিয়া জেলায় কমল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা। গত বছরের তুলনায় প্রায় অর্ধেক পরীক্ষার্থী কমেছে এবার। পুরুলিয়ার মোট ২৫৭ টি বিদ্যালয় থেকে ১৯ হাজার ৪৩০ জন পরীক্ষায় বসছে। ছাত্র ৯৬০৭ জন। ছাত্রীর সংখ্যা হাজার দুয়েক বেশি। ৯৮২৩ জন। গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল ৩৬ হাজার ৬৫৬ জন। তার মধ্যে ছাত্র ১৭৬২৫, ছাত্রী
১৯০৩১। এবার কমে গেছে ১৭২২৬ জন পরীক্ষার্থী।
কেন কমল পরীক্ষার্থীর সংখ্যা? উত্তর লুকিয়ে ২০১২ সালের একটি নির্দেশিকায়৷ ২০০৯ শিক্ষার অধিকার আইন অনুসারে বয়স ভিত্তিক শ্রেণিতে ভর্তির সেই নির্দেশিকা লাগু হয় ২০১৩ সাল থেকে। বয়সের বাধায় অনেকেই সে বছর স্কুলে ভর্তি হতে পারেনি। সে কারণেই ২০২৩ এ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে গিয়েছিল। সেই ব্যাচই এবার দিচ্ছে উচ্চ মাধ্যমিক।
জেলায় এবছর মোট পরীক্ষা কেন্দ্র ৮৫টি। মূল কেন্দ্র ৪০টি। অতিরিক্ত কেন্দ্র রাখা হয়েছে ৪৫টি। পরীক্ষা চলবে ১৮ মার্চ পর্যন্ত।
পরীক্ষাকেন্দ্রের থাকছে মেটাল ডিটেক্টর ও সিসি টিভি। এবারই প্রথম ছাত্র- ছাত্রীদের উপস্থিতিতে পরীক্ষার হলেই খোলা হবে প্রশ্নপত্র।পরীক্ষাকেন্দ্রে মোবাইল, ট্যাবলেট,স্মার্ট ওয়াচ সহ সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস কঠোর ভাবে নিষিদ্ধ।
Post Comment